[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনায় আক্রান্ত হয়েছেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. কামরুল ইসলাম ভূইয়া। গণমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন করোনা আক্রান্ত হওয়ার খবর। কামরুল ইসলামের স্ত্রী জান্নাতুন নাহার ডেইজিরও করোনার উপসর্গ আছে, তবে তার রিপোর্ট পাওয়া যায়নি এখনো।
সোমবার (৮ জুন) কামরুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফোনে তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, গত এক সপ্তাহ যাবাৎ জ্বর ও কাশি ছিল। আমার বাসার কাজের মেয়েরও করোনা পজেটিভ এসেছে। স্ত্রীর রিপোর্ট এখনো আসেনি। আমার দুটি বাচ্চার এখনও পরীক্ষা করানো হয়নি।