কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার, মার্চ ৩, ২০২০,৮:৫১ পূর্বাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পর্যটন এলাকা কুয়াকাটার একটি আবাসিক হোটেলের রুম থেকে রিসিতা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ মার্চ) ভোরে এই মরদেহ উদ্ধার করা হয় সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল হলিডে ইনের রুম থেকে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহবুবুর রহমান জানায়, আজ (মঙ্গলবার) ভোরে হোটেল হলিডে ইনের রুম থেকে রিসিতা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হোটেলের এন্ট্রি বই থেকে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি তারিখ বিকেলে হোটেলের ১০৮ নং কক্ষ তার নামে ভাড়া নেয়। যশোর জেলার কেশবপুর উপজেলায় তার ঠিকানা। তার সঙ্গে মো. রাজ্জাক নামে একটি ছেলে ছিল। মেয়েটির গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে। ছেলেটি বর্তমানে পলাতক রয়েছে বলে জানান তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে