[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন সহ সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যাবলী অবসানের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) জেলা শাখা এই কর্মসূচী পালন করে। ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিটির সভাপতি রুখসানা পারভীন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াজেদ, দেওয়ান এনামুল হক, খন্দকার মোয়াজেম হোসেন, ইমরুল কায়েস মিরন,সাইদা উম্মুল ফাতেমা প্রমূখ।
এ সময় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক ও সকল শূণ্যপদে পদোন্নতি, এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, নতুন আত্তীয়করণ বিধিমালা প্রণয়ন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণার দাবী তোলেন বক্তারা। তারা আরো বলেন, আগামী প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন করা প্রয়োজন।