[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, স্টাফ রিপোর্টার: র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে পুলিশ লাইন মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন মাঠে এসে শেষ হয়। সেখানে এসে দায়িত্বকালীন নিহত পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এরপর পুলিশ লাইন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী (সাবেক এমপি), অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, এড. আব্রাহাম লিংকন পিপি, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু ও প্রেসক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু প্রমুখ।