কুড়িগ্রামে দলিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯,৪:৩০ অপরাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে দলিত সম্প্রদায়ের মাঝে ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ লাইন স্কুলে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা কলেজ এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে দলিত সম্প্রদায়ের যারা মূলত নরসুন্দর, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন ৫০০ জনের ভেতর কম্বল বিতরণ করা হয় পুলিশ লাইনে।

ঢাকা কলেজ ৯৬ ব্যাচ এর সহায়তায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম), প্রকৌশলী মোক্তাফি মাহমুদ শাহ. আবু জাহিদ সরকার, ঢাকা ব্যাংকের সোহেব আহমেদ পলাশ, অস্ট্রেলিয়া প্রবাসী নাজমুল হক লেমন, বিভিন্ন সাংবাদিক সহ প্রমুখ।

কুড়িগ্রাম পৌরসভায় হরিজন, বাঁশফোর, রবিদাস, নরসুন্দরসহ বিভিন্ন সম্প্রদায়ের ৫০০ জন হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে