কুড়িগ্রামের চিলমারীতে এক যুবক করোনায় আক্রান্ত!

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০,২:৩৩ অপরাহ্ণ
0
50

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রামে ২৪ এপ্রিল (শুক্রবার) কভিড-১৯ এর ৩১টি নমুনার ফলাফল এসেছে সিভিল সার্জন কার্যালয়ে। এরমধ্যে চিলমারী উপজেলায় এক যুবক আক্রান্ত হয়েছে এবং বাকি ৩০টি নমুনা নেগেটিভ রেজাল্ট। আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার থানাহাট ইউনিয়নের মাঁচাবান্দা গ্রামে।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ ফেরত ৩০ বছরের এক যুবকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল আক্রান্ত যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ২৪ এপ্রিল (শুক্রবার) ওই যুবকের নমুনার পজেটিভ ফলাফল আসে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ জনে। এর মধ্যে রৌমারী উপজেলায় তিনজন, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর এবং চিলমারী উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে