কুসুমপুরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মোহাম্মদ নাছিরের ত্রাণ সামগ্রী বিতরণ

রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২০,৮:০১ পূর্বাহ্ণ
0
45

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের গতকাল সকালে দেখতে যান চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক সম্পাদক ও বিজিএমইএ এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছিরের প্রতিনিধিদল।

প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় ভিডিও কনফারেন্সে মোহাম্মদ নাছির সমেবতদের উদ্দেশ্যে বলেন, অগ্নিকান্ডের ক্ষতি পুষিয়ে দেয়ার মত সক্ষমতা কারো নেই। মহান আল্লাহ তা’য়ালা মানুষকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। বিপদে ধৈর্য্য ধরে যে কোন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। মোহাম্মদ নাছির বিত্তবান ও সক্ষম সকলকে দুর্গতদের পাশে দাঁড়াবার আহবান জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আপনাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরো বলেন, অগ্নিকান্ড থেকে রেহাই পেতে সতর্ক থাকতে হবে আমাদের। সতর্কতাই পারে আগুনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মহি উদ্দিন মহি, চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবক লীগের সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহম্মদ নাজিম উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা নাজিম উদ্দিন তালুকদার, পটিয়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রোবেল উদ্দিন, বেলাল উদ্দিন, আব্দুর রহিম, আরমান উদ্দিন রোমেল, নাজমুল হক বেলাল, জয়নুল আবেদীন, মোহাম্মদ কাউছার, নাছির উদ্দিন, মোহাম্মদ ইছমাইল, মাসুদ, মোরশেদ আজাদ, আহমদ নুর, ডাঃ টিটু কুমার নাথ, মোঃ ফারুক, মো. ফরিদ, মো. শাকিল, সাফায়েত ইসলাম, মো. আরফাত শামীম, নোমান, নেজামসহ পটিয়া উপজেলা আওয়ামী লীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতৃবৃন্ধরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে