কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রলিচালকসহ নিহত ২

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯,৬:৫৮ পূর্বাহ্ণ
0
165

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দু’জন নিহত হয়েছেন ট্রেনের ধাক্কায় ট্রলি ছিটকে পড়ে। এ দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেলক্রসিংয়ে। নিহতরা হলেন- উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বেশিনগর গ্রামের আজগর আলীর ছেলে কাওছার (৩৫) ও একই এলাকার মহিবুল (৪০)। নিহতরা ওই ট্রলির চালক ও হেলপার বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পোড়াদহ জিআরপি থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘কপোতাক্ষ আন্তঃনগর’ ট্রেনটি কাটদহচর রেলক্রসিং অতিক্রমের সময় স্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি রেললাইন পার হতে যায়। এ সময়ে ট্রেনের ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়ে। এতে ট্রলিচালক ও হেলপার ঘটনাস্থলের মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে