[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬টি জেলার ৩৮১টি কলেজের মধ্যে এইচএসসিতে পাস করেছে-শতভাগ এমন শিক্ষা প্রতিষ্ঠান ৩১টি, তিনটি প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে । গতবার শতভাগ পাস ছিল ১৪টি, ফেল করেছিল দুটি প্রতিষ্ঠান।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান বুধবার প্রেস ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করেন।
তিনি আরও জানান, শতভাগ ফেল কলেজগুলো হচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার এসসিএস বিপি মডেল স্কুল এণ্ড কলেজ। এই কলেজ থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেল করেছে সকলই । নোয়াখালী হাজারী হাট হাই স্কুল এণ্ড কলেজ থেকে ৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেল করেছে সকলই । এছাড়াও নোয়াখালী হাতিয়া তামারাতি হাই স্কুল এণ্ড কলেজে দু’জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেল করেছে দুইজনই।