[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৭৭.৭৪ শতাংশ পাসের হার । মোট ২ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় এ বছর পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৯৪৪ জন এবং এ বছর শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৩০টি, গতবার ছিল ১৪টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান বুধবার বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে ঘোষণা করেন এ ফলাফল ।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লহ্মীপুর জেলার ১৮৬টি কেন্দ্রে ৩৮৬টি কলেজ থেকে ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। এবছর বিজ্ঞান বিভাগের পাসের হার ৮৮.৬৪%, মানবিক বিভাগে ৭২.৩৫% ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৬.৯৮%। অপর দিকে গড় পাসের হারে কিছুটা এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের গড় পাসের হার ৭৭.১২ এবং মেয়েদের ৭৮.২৭ শতাংশ।