[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম শরীফ উদ্দিন খান (৪৫)। বুধবার গভীর রাতে উপজেলার আড্ডা গ্রামে ঘরে ঢুকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার।
নিহত শরীফ উদ্দিন খান সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্য ভদ্রঘাট এলাকার সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন।
বুধবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশে একটি ভাড়া বাসায় শরীফ উদ্দিন খান প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালার রড ভেঙে ঘরে ঢুকে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অপরাধীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।