কুমিল্লায় বঙ্গবন্ধুর দুর্লভ ছবি ও পেন্সিল স্ক্যাচ নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিন

বুধবার, আগস্ট ২৮, ২০১৯,৭:০৪ পূর্বাহ্ণ
0
227

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কুমিল্লায় বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধুর দুর্লভ ছবি ও পেন্সিল স্ক্যাচ নিয়ে। এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে, আইইবি কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে।

এর আগে, সেখানে আয়োজন করা হয় আলোচনা সভার। এ কর্মসূচির আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কুমিল্লা কেন্দ্র জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল বাশার, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ আরো অনেকে।

এসময় বক্তারা তুলে ধরেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের বিভিন্ন দিক। সভা শেষে অতিথিরা প্রকৌশলী রহমত উল্লাহ কবিরের আঁকা বঙ্গবন্ধুর শতাধিক পেন্সিল স্ক্যাচ প্রদর্শনী ঘুরে দেখেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে