কুমিল্লাকে ১৯১ রানের টার্গেট রাজশাহীর

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯,৯:৪০ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শুরুটা করেছিলেন আফিফ হোসেন আর শেষ করলেন শোয়েব মালিক ও অধিনায়ক আন্দ্রে রাসেল। এ তিন খেলোয়ারের উত্তাপ ব্যাটিংয়ে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে রাজশাহী রয়্যালস। জয় পেতে ১৯১ রান করতে হবে কুমিল্লা ওয়ারিয়র্সকে। টস জিতে কুমিল্লা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তাদের এ সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করতে দেয়নি রাজশাহীর ব্যাটসম্যানরা।

ব্যাট হাতে ফিফটি পেরিয়েছেন শোয়েব মালিক। ফিফটির দ্বারপ্রান্তে পৌঁছেছেন আফিফ হোসেন ও আন্দ্রে রাসেল। ঝড় তোলা ব্যাটিংয়ে শেষ ৭ ওভারে ৮৪ রান যোগ করেছেন রাসেল ও মালিক। আফিফ ৪৩ ও মালিক ৬১ রানে আউট হলেও রাসেল ৩৭ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহী রয়্যালস একাদশ:লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম ও মোহাম্মদ ইরফান।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ: সৌম্য সরকার, ডেভিড মালান (অধিনায়ক), সাব্বির রহমান, স্টিয়ান ভ্যান জিল, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রবিউল ইসলাম, ডেভিড ভিসে, মুজিব-উর-রহমান, আল -আমিন হোসেন, সানজামুল ইসলাম ও আবু হায়দার রনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে