[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে আবু মিয়া নামের এক কাঠমিস্ত্রির । রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মৌজা মালতিবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের আব্দুল মজিদ মিয়ার পুত্র কাঠমিস্ত্রি আবু মিয়া (৩৫) ওই গ্রামের মৃত ফুলজার মিয়ার বাড়িতে টিনের ঘর মেরামত করতে আসেন। এ সময় টিনের বেড়া সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় ঘটনাস্থলেই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মোয়াজ্জেম হোসেন।