কিশোরীর কক্ষ থেকে হাতেনাতে গ্রেফতার ধর্ষক তরুণ

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯,৯:৪৪ পূর্বাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাঝরাতে এক কিশোরীর কক্ষ থেকে হাতেনাতে জামিল মিয়া নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে জামিলকে গ্রেফতার করা হয়। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার নুর উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আত্মীয়তার সম্পর্কের জের ধরে ওই কিশোরীর বাড়িতে বেড়াতে যান জামিল। পরে পরিবারের সদস্যরা মাঝরাতে কিশোরীর কক্ষ থেকে হাতেনাতে তাকে আটক করেন। কিশোরীর পরিবারের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে জামিল ধর্ষণ করেছেন। এ ঘটনায় শুক্রবার রাতেই ওই কিশোরী বাদী হয়ে জামিলের নামে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা করে। 

আটক আসামিকে শনিবার (১৪ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) গোপেশ দাস।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে