কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীর সম্পাদক পদে নির্বাচিত হলেন মু.আ.লতিফ

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১,৩:০৭ অপরাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান,ষ্টাফ রিপোর্টারঃকিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীর ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।নির্বাচনে সিনিয়র সাংবাদিক ও লেখক মু.আ লতিফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:নিজাম উদ্দিন,অ্যাডভোকেট শেখ ফারুক  আহমেদ, কোষাধ্যক্ষ পদে সাংবাদিক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, দপ্তর সম্পাদক পদে এনামুল হক কামরুল,সদস্য পদে অধ্যাপক সামিউল হক মোল্লা, নিজাম উদ্দিন শাহীন, অ্যাডভোকেট আবদুর রাশিদ ভূইঁয়া, সাংবাদিক এবি এম লুৎফর রাশিদ রানা নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে শুক্রবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকে ১৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সিনিয়র সাংবাদিক ও লেখক মু.আ.লতিফ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো:সাইফুল হক খান সাজন(চেয়ার)প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট।সহ সাধারণ সম্পাদক পদে  আনারস প্রতীকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:নিজাম উদ্দিন ১৯১ ভোট ও শেখ ফারুক আহমেদ হাতি প্রতীকে ১৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:রুহুল আমিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১৬৫ ভোট।কোষাধ্যক্ষ পদে সাংবাদিক সাইফ উদ্দিন আহমেদ লেলিন শাপলা ফুল প্রতীকে ১৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক মনোয়ার হোসাইন রনি রিকশা প্রতীকে পেয়েছেন ১৪৬ ভোট।দপ্তর সম্পাদক পদে এনামুল হক কামরুল ডাব প্রতীকে ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক মাজহার মান্না তারা প্রতীকে পেয়েছেন ১৫৫ ভোট।

এছাড়া নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি পদে অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো:আইয়ুব বিন হায়দার, অ্যাডভোকেট শেখ একে এম নুরুন্নবী বাদল,প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মো:ফজলুর রহমান দুলাল, সদস্য মহিলা সংরক্ষিত ফোজিয়া জলি ন্যান্সি ও লুৎফুন্নেছা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি রেখে বাকি ১৪ সদস্যের কমিটি তিন বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে জেলা পাবলিক লাইব্রেরীর কার্যক্রম পরিচালনা করে থাকে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে