কিশোরগঞ্জে র‌্যাবের হাতে জাল দলিল প্রতারকচক্রের হোতা আটক

শুক্রবার, জুলাই ২৪, ২০২০,৭:২৭ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে জাল দলিল প্রতারকচক্রের হোতা জাকির খান (৪৩) কে আটক করেছে র‌্যাব।

বুধবার (২২ জুলাই) দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া গাছবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল দলিল তৈরির এসব বিপুল পরিমাণ সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া জাকির খান জেলার তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাররং গ্রামের আব্দুল মতিন খানের ছেলে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. এম শোভন খান বিএন জানান, একটি জালিয়াতি ও প্রতারকচক্র দীর্ঘদিন ধরে জেলার সাধারণ মানুষের সাথে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে কিশোরগঞ্জ জেলার সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের সীল এবং কিশোরগঞ্জ জেলা কোর্টের নকলখানার সীল তৈরী করে ভূমি সংক্রান্ত জাল দলিল তৈরি করে কিশোরগঞ্জ সদর থানা ও আশপাশ এলাকায় জালিয়াতি ও প্রতারণা ব্যবসা করে আসছিল।

চক্রটির হোতা জাকির খান কিশোরগঞ্জ জেলা সদরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে এই জালিয়াতি ও প্রতারণা চালিয়ে আসছিল। ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদেরও নকল স্বাক্ষর করতে হস্তসিদ্ধ জাকির খান সম্প্রতি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া গাছবাজার এলাকার আব্দুল খালেকের বাসা ভাড়া নিয়ে জালিয়াতি ও প্রতারণার ফাঁদ পাতে।

র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার (২২ জুলাই) দিবাগত মধ্যরাতে বাসাটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চক্রের হোতা জাকির খানকে আটকের পর সাব-রেজিষ্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কোর্টের নকল খানার সর্বমোট ৬৭ টি নকল সীল জব্দ করা হয়। এছাড়া তার হাতের লেখা নকল দলিলসহ পাকিস্তান আমলের নকল স্টাম্প এবং বিপুল পরিমাণের ভূয়া মাঠপর্চা, নকল খতিয়ান ও ভুয়া দলিল উদ্ধার করা হয়।

আটক হওয়া জালিয়াতি ও প্রতারকচক্রের হোতা জাকির খানের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে