[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাতির হাতে দাদা খুন হয়েছেন।
গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদি নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বাবুল (৬৫) কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদি নয়াপড়া গ্রামের মৃত হাজী আহাদ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার রাতে ওই সীমানা দিয়ে নদী থেকে মাছ শিকার করতে যায় বখতিয়ার।
এ সময় বখতিয়ারের দাদা তাকে দেখে ফেললে সীমানা দিয়ে কেন আসে জানতে চায়? পরের দিন শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির পাশে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সাইফুল ইসলাম বাবুল মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় তাকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।