[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলা গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নাসির উদ্দীন (৩৫) খুন হয়েছেন।
মঙ্গলবার, ২ আগস্ট ২০২২ ইং সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি চৌরাস্তায় কলা গাছ কাটার জেরে এই খুনের ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন ( ৩৫) মান্দারকান্দি গ্রামের আঃ করিম মন্ডলের ছেলে। নিহত নাসিরের বোন জানান, নাসিরের সাথে তার চাচাতো ভাই স্বপনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে কলা গাছ থেকে কলা আনতে গেলে স্বপনের সাথে নাসিরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বপন তার হাতে থাকা দা দিয়ে নাসিরকে আঘাত করলে নাসির মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান উক্ত ঘটনার সত্যতা শিখার করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।