কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্টে ১৪ জনকে জরিমানা

শনিবার, জুলাই ১০, ২০২১,১০:০২ অপরাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ জনকে ১১২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার উপজেলার বিভিন্ন স্থানে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জেলা প্রশাসকে দায়িত্বে থাকা অফিসার অর্ণব দত্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্য বিধি অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় তাড়াইল বাজারের ব্যবসায়ী রুহুল মিয়াকে ৫০০ টাকা, পথচারী সজীব মিয়া মাস্ক না পড়ায় ২০০ টাকা ও আরো ১২ জন ব্যবসায়ী ও পথচারীকে ১০৫০০ টাকা।

সর্বমোট ১১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পুরুড়া বাজার, সহিলাটি বাজার, শিমুলাটি বাজার এবং বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে