কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২০,২:৩৯ অপরাহ্ণ
0
126

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বিশ্বের অগণিত ভক্ত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজ এক শোক বার্তায় তারা বলেন, দিয়োগো ম্যারাডোনা বিশ্বনন্দিত খেলোয়াড় হিসেবে যেমন সমাদৃত ছিলেন, তেমনি ছিলেন বাম মতাদর্শের প্রতি প্রগাড় অনুসারী ও শ্রদ্ধাশীল। তিনি ছিলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উচ্চকিত সাহসী উচ্চারনের প্রতিক। ২০০৫ সালে যিনি আর্জেন্টিনায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ বুশের সফরের বিরোধীতা করে তার টি-সার্টে ‘বুশকে রুখো’ লিখে মিছিলে অংশ নিয়েছিলেন।

তিনি বলতেন মার্কিন সাম্রাজ্যবাদের যে কোন জিনিস তিনি অপছন্দ করেন। তিনি ফিদেল ক্যাস্ত্রোর বন্ধু, চে গুয়েভায়া ছিল তাঁর অন্তরে, হুগো সাভেজের ছিলেন একনিষ্ট সমর্থক। মেরাডোনা দুনিয়ার অত্যাচারিত ও নিপিড়িত মানুষের পক্ষে সোচ্চার ছিলেন।

তার মুত্যৃতে বিশ্বনন্দিত কিংবদন্তি ফুটবলারকে হারালো যা বেদনাদায়ক ও ক্রীড়াঙ্গনের অপূরনীয় ক্ষতি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে