[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামীকাল রবিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। আওয়ামী লীগের দপ্তার সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় জানিয়েছেন, আগামীকাল বনানী কবরস্থানে বাবার দাফনের প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোবহানবাগ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীর বনানীতে বাবা ক্যাপ্টেন মনসুর আলীর কবরের পাশে কবরস্থ হবে মোহাম্মদ নাসিম।