[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি দেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, খ্যতিমান সাংবাদিক, ভাষাসৈনিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় রওশন এরশাদ বলেছেন, এই কৃতি ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা সহজে পূরণ হবার নয়। তিনি বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানীর রয়েছে এদেশের ঐতিহাসিক সকল ঘটনার সঙ্গে যুক্ততা। ভাষা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে কামাল লোহানী অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। দেশের শিল্প ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে এবং সাংবাদিকদের অধিকার আদায় ও দক্ষতা উন্নয়েন তিনি আমৃত্যু একনিষ্ঠ অবদান রেখেছেন।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


























