কানাডা ও ক্যুইবেক মহান বিজয় দিবস উদযাপন করেছে

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯,৬:৫৮ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কানাডা ও ক্যুইবেক আওয়ামী লীগ মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে আয়োজন করা হয় স্থানীয় একটি রেস্তোরাঁয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যুবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কানাডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রহমত উল্লাহর সভাপতিত্বে। কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা শ্যামল দত্ত এতে প্রধান অতিথি ছিলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানের শুরুতে। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে