[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তির আগুন। শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান ও বসতঘর। আগুনে দগ্ধ হয়েছেন দুজন। তারা হলেন- আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১)।
এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করে জানিয়েছেন, তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টা ৩ মিনিটে পাইকপাড়া নতুন বাজার বস্তি সংলগ্ন একটি চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।