কলেজছাত্রীকে ইভটিজিং করার অপরাধে স্কুলছাত্রের কারাদণ্ড

সোমবার, জুলাই ২২, ২০১৯,৫:১৯ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যশোরের অভয়নগরে প্রথম বর্ষের এক কলেজছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আফ্রিদি মোল্যা (১৮) নামের এক স্কুলছাত্রকে ।এ ঘটনা ঘটে গতকাল রবিবার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী ডিগ্রি কলেজ চত্বরে । 

দণ্ডপ্রাপ্ত আফ্রিদি মোল্যা সিংগাড়ী গ্রামের হাশেম মোল্যার ছেলে এবং  সিংগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ।

বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শেখ আব্দুল মান্নান জানান, সিংগাড়ী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এলাকাবাসী আফ্রিদি মোল্যা নামের এক বখাটেকে আটক করে। সংবাদ পেয়ে রবিবার আনুমানিক দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে খবর দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামানকে।
 
ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত রায় জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত আফ্রিদি মোল্যা স্বীকার করেন তার অপরাধের কথা । এ সময় আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে