[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন-এইচএসবিসি চলতি বছরের শুরুর দিকেই। পরে সেটি স্থগিত হয়ে যায়।
কিন্তু আবারও প্রতিষ্ঠানটি সেই সিদ্ধন্ত বাস্তবায়নের পথে হাঁটছে। বুধবার (১৭ জুন) এমন খবরই প্রকাশ পেল ব্রিটিশ গণমাধ্যমে।
বিশ্বব্যাপী ২ লাখ ৩৫ হাজার কর্মীকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ব্যাংক সব ধরনের নিয়োগ বন্ধ রাখবে। অনির্দিষ্টকালের জন্য ছাঁটাই বন্ধ রাখা সম্ভব নয় বলে জানানো হয়। ২০১৯ সালে ব্যাংকটির আয় ৩৩ শতাংশ কমে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
২০২২ সাল নাগাদ তারা অন্তত ৪৫০ কোটি মার্কিন ডলার ব্যয় কমানোর পরিকল্পনা করছে। এরই মধ্যে করোনার কারণে তৈরি হওয়া অর্থনৈতিক অচলাবস্থায় ব্যয় সংকোচন আরও বেগবান করছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটির সাভাবিক কার্যক্রমে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অর্থনৈতিক বিরোধেও।

































