[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শুক্রবার ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে একজন কর্মী নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমিত হওয়ার পর।
দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের একজন কর্মী গতকালই কভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। অন্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিশন বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে ইমেইলে (consuldhaka@mofa.go.kr) দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে।
কভিড সংক্রমিত কর্মী দক্ষিণ কোরীয় না বাংলাদেশি নাগরিক তা জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দূতাবাস বন্ধ থাকাকালে ভিসা ইস্যু থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।