‘কর্মমুখী শিক্ষায় সবচেয়ে বেশি জোর দিচ্ছে বর্তমান সরকার’

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯,৮:৫০ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী নয়, স্বীকার করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষায় সবচেয়ে বেশি জোর দিচ্ছে। সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কেআইবি অডিটরিয়ামে ‘ন্যাশনাল ইয়ুথ কংগ্রেস ২০১৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০২৫ সাল নাগাদ দেশে কারিগরি শিক্ষা ৩০ শতাংশে উন্নীত করতে চায় সরকার।

ন্যাশনাল ইয়ুথ কংগ্রেসের এবারের আয়োজনে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জাতীয় যুবনীতি, চতুর্থ- শিল্প বিপ্লব, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সমাজ ও রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ ও যুবাদের মতামতের গুরুত্ব দেয়ার আহবান জানানো হয়। এ সময় শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী ভবিষ্যতে বেকারত্বের হার কমাতে শিক্ষানীতি ২০১০ এর পূর্ণ রাস্তবায়নের পরামর্শ দেন।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান বলেন, তরুণদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে জোটবদ্ধভাবে সামাজসেবার কাজ প্রশংসনীয় উদ্যোগ। এবারের কংগ্রেসে বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন সংগঠককে পুরস্কার প্রদান করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে