[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী নয়, স্বীকার করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষায় সবচেয়ে বেশি জোর দিচ্ছে। সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কেআইবি অডিটরিয়ামে ‘ন্যাশনাল ইয়ুথ কংগ্রেস ২০১৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০২৫ সাল নাগাদ দেশে কারিগরি শিক্ষা ৩০ শতাংশে উন্নীত করতে চায় সরকার।
ন্যাশনাল ইয়ুথ কংগ্রেসের এবারের আয়োজনে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জাতীয় যুবনীতি, চতুর্থ- শিল্প বিপ্লব, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সমাজ ও রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ ও যুবাদের মতামতের গুরুত্ব দেয়ার আহবান জানানো হয়। এ সময় শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী ভবিষ্যতে বেকারত্বের হার কমাতে শিক্ষানীতি ২০১০ এর পূর্ণ রাস্তবায়নের পরামর্শ দেন।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান বলেন, তরুণদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে জোটবদ্ধভাবে সামাজসেবার কাজ প্রশংসনীয় উদ্যোগ। এবারের কংগ্রেসে বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন সংগঠককে পুরস্কার প্রদান করা হয়।