[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কোভিড-১৯ যোদ্ধাদের সহযোগিতায় ২৫ হাজার মাস্ক ও ৫শত মেডিকেল গগলস সেন্ট্রাল মেডিকেল স্টোর্স ডিপোতে হস্তান্তর করেছে। টেলিযোগাযোগ ও ইন্টারনেট সার্ভিস সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিটিসিএল এর অংশীজন প্রতিষ্ঠান জেডটিই এবং এডিএন টেলিকম লিমিটেড এসব নিরাপত্তা সামগ্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সম্মানে সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও বিটিসিএলকে প্রদান করে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর-উর-রহমান গতকাল ঢাকার তেজগাঁওয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোর্স ডিপোতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষ থেকে এসব সামগ্রী হস্তান্তর করেন। বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন এবং জেডটিই’র বাংলাদেশ প্রতিনিধি ভেনসি এ সময় উপস্থিত ছিলেন।
টেলিযোগাযোগ সচিব বলেন, কোভিড সম্মুখ যোদ্ধাদের জন্য মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় এই সব নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করতে পেরে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের এই প্রতীকী উপহার কোভিড যোদ্ধাদের অনুপ্রেরণা যোগাবে।


























