[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাস রোধে গণপরিবহন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। বৃহস্পতিবার (১১ জুন২০২০) তাড়াইল উপজেলার হাট-বাজারসহ গণপরিবহনে সামাজিক দুরত্বের কোনো বালাই দেখা যায় নি।
উপজেলার সচেতন মহল মনে করেন, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, সিএনজি-অটোরিকসার পিছনের দুই সিটে যাত্রী পরিবহনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে সতর্ক করাটা অতীব গুরুত্বপূর্ণ।
তারা জানান, করোনা রোধে গণপরিবহন ও হাটবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে অভিযান পরিচালনা করা অত্যাবশ্যক। এসংক্রান্ত আইন অমান্য করায় মামলা দায়ের ও জরিমানা আদায় করা প্রয়োজন। করোনা প্রতিরোধে এরকম অভিযান অব্যাহত রাখা এখন সময়ের দাবী।