করোনা মারা গেলেন আরও এক রাজস্ব কর্মকর্তা

শনিবার, জুন ১৩, ২০২০,১:২৮ অপরাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

খোরশেদ আলম নামে আরও এক রাজস্ব কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন। আজ শনিবার ভোরে রাজধানীর উত্তরা তুরাগের জাপান ইস্টওয়েস্ট হাসপাতালে তিনি মারা গেছেন। 

বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ভ্যাট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম ঢাকা কাস্টমস হাউসের রফতানি পরীক্ষণে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত কাস্টমস ও ভ্যাট বিভাগে দু’জন কর্মকর্তা মারা গেলেন বলে জানা গেছে। এর আগে গত ৩ জুন চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত জসিম উদ্দিন মজুমদার নামে এক রাজস্ব কর্মকর্তা মারা যান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে