[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ সিনোফার্মের প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাক্সিন নিয়েছেন ২ লাখ ১০ হাজার ৬৮১ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ১৬ হাজার ৭৪৩ জন, মহিলা ৯৩ হাজার ৯৩৮ জন। অদ্যাবধি সিনোফার্মের প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাক্সিন নিয়েছেন ২৬ লাখ ৮৪ হাজার ৩১২ জন। এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৩১৬ জন। যার মধ্যে পুরুষ ৪ হাজার ১৪৮ জন ও মহিলা ৪ হাজার ১৬৮ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৮ হাজার ৭১৪ জন।
মডার্না ভ্যাক্সিনের আজ প্রথম ডোজ নিয়েছে ৭৯ হাজার ৯৮৪ জন। যার মধ্যে পুরুষ ৪৮ হাজার ৭৪৫ জন, মহিলা ৩১ হাজার ২৩৯ জন। অদ্যাবধি মডার্না ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ২০৯ জন। মডার্না ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ শুরু হয়নি।
এদিকে, অদ্যাবধি ফাইজার ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আজ ফাইজার ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৯১৮ জন। যার মধ্যে পুরুষ ৫৬৮ জন, মহিলা ৩৫০ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৩ হাজার ১৬৮ জন।
এছাড়া, অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড ভ্যাক্সিনের অদ্যাবধি প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৫৩ জনকে। আজ দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড ভ্যাক্সিন গ্রহণ করেছেন ৭ হাজার ২৮ জন। যার মধ্যে পুরুষ ৪ হাজার ৪৮১ জন এবং মহিলা ২ হাজার ৫৪৭ জন। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৩ লাখ ৬ হাজার ৮৮৭ জনকে।
আজ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাক্সিনের জন্য মোট নিবন্ধন করেছেন ১ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৫২৬ জন।