[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে করোনাভাইরাসের বিস্তার রোধে। আন্তঃনগর ট্রেন চলাচলও বন্ধ হতে পারে আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে। এসব তথ্য জানা গেছে রেলপথ মন্ত্রণালয় সূত্রে।
সূত্র জানায়, লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে আজ থেকে। এ ছাড়া সব ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে ২৬ মার্চ থেকে। সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হতে পারে ওইদিন থেকে। তবে সূত্র জানায়, এখনো অফিস আদেশ না হলেও শিগগির আদেশ হতে পারে।
আবার অন্য একটি সূত্র বলছে, ২৬ মার্চ থেকে সব ধরনের ট্রেন সীমিত আকারে চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ।