করোনা প্রতিরোধে ডিএসসিসি নবনির্বাচিত মেয়রকে এখনই এগিয়ে আসা প্রয়োজন

সোমবার, মার্চ ২৩, ২০২০,৮:২৭ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় এক যুক্ত বিবৃতিতে ঢাকা মহানগরে করোনা পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ লক্ষ্য করা গেছে। তবে এখনই সতর্কতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে করোনা দক্ষিন সিটি কর্পোরেশন এলাকায়ও ছড়িয়ে পড়তে পারে।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এ বিষয়ে কোন কার্যকর উদ্যোগে নেই এবং অতীতে যখন ডেঙ্গু ও চিকনগুনিয়া দেখা দিয়েছিল তখন দক্ষিণ সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র মহোদয় একের পর এক বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন। যা তিনি এখনও করছেন। কাজের কাজ কিছুই হয়নি এবং এখনও হচ্ছে না। ইতিমধ্যে তার মেয়াদও প্রায় ফুরিয়ে এসেছে। তাই নেতৃদ্বয় বিবৃতিতে নবনির্বাচিত মেয়র মহোদয়ের প্রতি সবিনয় অনুরোধ জানিয়ে বলেন, অবিলম্বে দক্ষিণের কাউন্সিলরদের ডেকে পরামর্শ করে কারোনা ভাইরাস প্রতিরোধে প্রতিটি এলাকায় জীবানুনাষক ঔষধ স্প্রে, এলাকা পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন ছাড়া কেউ বাইরে চলাফেরা না করা নিশ্চিত করা এবং সর্বোপরি এলাকায় কোনো সংক্রমণের ঘটনার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে রোগতত্ব বিভাগকে জানানো এবং সেই সব বাড়ির বাসিন্দাদের কোয়ারেন্টাইনে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া রিক্সাওয়ালা ও শ্রমজীবি মানুষের জন্য বিশেষ করে বস্তি এলাকায় কমপক্ষে ১৫ দিনের খাবার ব্যবস্থা গ্রহণ করা। যাতে করে এই দুঃসময়ে কর্মহীন অবস্থায় তারা নিরাপদে ঘরে থাকতে পারে এবং এনজিওগুলোর প্রতি নিদের্শ দেওয়া প্রয়োজন যেন তারা এই দুর্যোগের সময় ক্ষুদ্র ঋণের বিনিময় কিস্তি আদায় থেকে বিরত থাকে। একই সঙ্গে নেতৃবৃন্দ ঢাকা মহানগরের সকল ইউনিটকে একইভাবে জনগণকে সচেতন করা ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে