করোনা পরীক্ষায় এবার এলাইজা ডিটেকশন কিট আনছে গণস্বাস্থ্য কেন্দ্র

শনিবার, জুন ২০, ২০২০,১:০৫ অপরাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গণস্বাস্থ্য কেন্দ্র এবার আরেক পদ্ধতি নিয়ে এগিয়ে এসেছে করোনাভাইরাস পরীক্ষায়। উদ্ভাবন করেছে এলাইজা ডিটেকশন কিট প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে তারা নিজেদের প্রায় ৫০ জনের ওপর প্রাথমিক পরীক্ষা চালিয়ে সাফল্য পেয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের কভিড-১৯ গবেষণা কার্যক্রমের সমন্বয়কারী অধ্যাপক ডা. মুহিব উল্লাহ খন্দকার জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে এই পদ্ধতি চালু করতে অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে দাপ্তরিকভাবে আবেদন করবেন।

একই সঙ্গে ডা. মুহিব উল্লাহ জানিয়েছেন, আজকালের মধ্যেই তাঁরা করোনা পরীক্ষায় আরেকটি পদ্ধতি আইজিজি কিট ব্যবহারের অনুমোদন চাইবে একই অধিদপ্তরের কাছে। অন্যদিকে অ্যান্টিজেন টেস্টের সংশোধিত কিট জমা দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কাছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তাঁদের অ্যান্টিবডি কিটের বিষয়ে বিএসএমএমইউর গবেষক দল যে ফলাফল ও সুপারিশ দিয়েছে সে জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এখন ঔষধ প্রশাসনের কাছে দ্রুত ওই সুপারিশ কার্যকর করে দেশের মানুষের জন্য অ্যান্টিবডি কিট ব্যবহারের সুযোগ তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা এখন ঔষধ প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে