করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোয় এক প্রকৌশলী আটক

রবিবার, মার্চ ২২, ২০২০,৮:৩৯ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মুক্তিযুদ্ধ মঞ্চ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন অভিকে দৌলতপুর থেকে আটক করেছে পুলিশ করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে।শনিবার (২১ মার্চ) তাকে আটক করা হয় সন্ধ্যায় অভিযান চালিয়ে বাচামারা বাজার থেকে। দৌলতপুর উপজেলার বাচামারা চরখণ্ড গ্রামে আটক সাদ্দামের বাড়ি। 

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মো. হাফিজুর রহমান জানান, গত শুক্রবার সকাল ১১টা ২৩ মিনিটে সাদ্দাম হোসেন অভি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু ও ৩ জনকে ঢাকায় স্থানান্তর’ লিখে গুজব ছড়িয়ে দেন। তাকে সন্ধ্যায়ই আটক করা হয় এটি পুলিশের দৃষ্টিতে আসার পর অভিযান চালিয়ে। 

তিনি আরও বলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রকৌশলী সমিতির সহ-সভাপতি সাদ্দাম হোসেন অভি। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলীতে বিএসসি পাস করেন। শিক্ষাজীবনে ওই বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং রাসায়নিক প্রকৌশল বিভাগ ছাত্রলীগের সভাপতির দায়িত্বপালন করেন তিনি। শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫ (খ)(২)/৩১ ধারায় মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে