করোনা এড়াতে শ্রীলঙ্কা সফরে করমর্দন এড়িয়ে চলবেন ইংল্যান্ড

বুধবার, মার্চ ৪, ২০২০,৮:৪৬ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আসন্ন শ্রীলঙ্কা সফরে খেলোয়াড়রা করমর্দন এড়িয়ে চলবেন। দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে করোনা ভাইরাস সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রুট এ কথা জানান।

ইয়র্কশায়ারের এ ব্যাটসম্যান বলেন, করমর্দনের পরিবর্তে ইংল্যান্ড খেলোয়াড়রা মুষ্টিবদ্ধ হাত জাগিয়ে একে অপরকে শুভেচ্ছা জানাবেন। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট চলাকালে এবং তার পূর্বে ইংল্যান্ড দলের বেশ কয়েকজন খেলোয়াড় পেটে পীড়া ও জ্বরে আক্রান্ত হন।

রুট বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে দলে যে ধরনের অসুস্থতা ছড়িয়ে পড়েছিল তারপর আমরা ন্যূনতম যোগাযোগ রাখার গুরুত্ব সম্পর্কে ভালো করে অবহিত, জীবাণু ও ব্যাকটেরিয়া ছড়ানোর প্রতিরোধে আমাদের মেডিকেল টিমের পক্ষ থেকে সত্যিকারের কিছু পরামর্শ দেয়া হয়েছে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে আগামী শনিবার থেকে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে