করোনা আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তার মৃত্যু

শনিবার, এপ্রিল ২৫, ২০২০,৫:২৩ অপরাহ্ণ
0
147

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম। শুক্রবার হাসপাতালে মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়ে।

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় সাংবাদিকদের জানান, শুক্রবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয় বলে।

তিনি বলেন, মিল্লাতুল ইসলামের মধ্যে করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। শনিবার রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

তিনি জানান, রিপোর্ট আসার আগেই শুক্রবার ঢাকার বনানী কবরস্থানে মিল্লাতুল ইসলামকে দাফন করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে