[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা। পরিবর্তিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রবিবার (২৩ মে) এসব তথ্য জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে। আগামী ৪ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা চলমান করোনা মহামারি এবং লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা শিগগিরই জানানো হবে।