[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম নগরীতে করোনা ভাইরাস (কোভিট-১৯) আক্রান্ত হয়ে সনাতন সম্প্রদায়ের যারা মৃত্যুবরণ করবেন, তাদেরকে মৃত্যু পরবর্তী সৎকারে তাদের অন্তোষ্টিক্রিয়া সম্পাদনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে নির্দেশনা আছে তা মেনে এই কর্তব্য পালনের আহবান জানিয়েছেন।
এ ব্যাপারে আজ সিটি কর্পোরেশনের দামপাড়াস্থ কন্ট্রোল রুমে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান পৃষ্ঠ পোষকের দায়িত্ব পালন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এই কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাাস্টের উত্তম কুমার শর্মা, সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, জন্মাষ্টমি কেন্দ্রীয় কিমটির প্রকৌশলী আশুতোষ দাস, এপিডি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর রিংকু কুমার শর্মা, চসিক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, রতন কুমার চৌধুরী, শিবু দত্ত প্রমূখ।
মেয়র বলেন, সৎকার আনুষ্ঠানিকতায় চসিক থেকে লোকবল, গাড়ী সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করা হবে বলে মেয়র কমিটিকে আশ্বস্থ করেন।