[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়। এর আগে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
জানা যায়, ডা. একেএম মুজিবুর রহমান প্রায় ৩ সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মৃত্যুবরণ করেন।
দাফনের জন্য মৃতের লাশ সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।