[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাজধানীর ইমপালস হাসপাতালের জেনারেল সার্জন ডা. বজলুর রহমান (৬৭)। শনিবার রাত সাড়ে ১০টায় ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
রবিবার ইমপালস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার প্রফেসর ডা. খাদিজা আকতার ঝুমা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, দুই সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে ইমপালস হাসপাতালে ভর্তি হন ডা. বজলুর রহমান। গত রাতে তিনি মারা যান। করোনাভাইরাসে ডা. বজলুর রহমানের স্ত্রী সেতারা রহমানও আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে, গত ৯ জুন করোনায় ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট(অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান মারা যান।


























