[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনায় জীবন দিলেন পুলিশের আরো এক সদস্য। মৃত্যুবরণকারী ওই সদস্য হলেন কনস্টেবল ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
এ নিয়ে করোনা সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যুবরণ করলেন পুলিশের ৩২ সদস্য ।
পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র আরো জানায়, ফয়সাল আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় ফয়সাল আলমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।


























