করোনায় মারা গেলেন আরো এক পুলিশ সদস্য

শনিবার, জুন ২০, ২০২০,৯:১৬ পূর্বাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনায় জীবন দিলেন পুলিশের আরো এক সদস্য। মৃত্যুবরণকারী ওই সদস্য হলেন কনস্টেবল ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এ নিয়ে করোনা সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যুবরণ করলেন পুলিশের ৩২ সদস্য ।

পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র আরো জানায়, ফয়সাল আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় ফয়সাল আলমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে