[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজন আইনজীবীর মৃত্যু হয়েছে শেখ নাসির উদ্দিন আহমেদ (৭২) নামে। আজ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার মৃত্যু হয় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম।
জানা গেছে, প্রয়াত শেখ নাসির উদ্দিন ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য। কেভিড-১৯ পজিটিভ নিয়ে তিনি গত ৯ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত।
এদিকে আইনজীবী শেখ নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


























