করোনায় বিশ্বের বিভিন্ন দেশে ৪০৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

শনিবার, মে ২, ২০২০,৮:৪১ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৪০৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এ তথ্য পাওয়া গেছে, বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের গতকাল শুক্রবার পর্যন্ত পরিসংখ্যান থেকে।

বিশ্বের বিভিন্ন দেশে মৃত বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। জানা গেছে, শুধু যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২১৭  বাংলাদেশির। এছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাড়িতেও বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পরের অবস্থান যুক্তরাজ্যের। দেশটিতে শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।  

মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবে বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেশি। দেশটিতে ৪৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। 

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ১৫, কানাডায় ৭ জন, ইতালিতে ৭, স্পেনে ৫, কাতারে ৪, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে