[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসআই নাজির উদ্দিন (৫৫) করোনাভাইরাসে প্রাণ হারালেন। আজ শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মোট চারজন পুলিশ সদস্যের মৃত্যু ঘটল করোনায় আক্রান্ত হয়ে।
মরহুমের নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।
রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের সুপার হাসান উল হায়দার গণমাধ্যমকে জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।