[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আরো একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে। সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার এ কে এম ফজলুল হক কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রেজা এবং ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী। এনিয়ে একদিনে তিন চিকিৎসক করোনায় মারা গেলেন।