[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভাইরাসে আক্রান্ত হওয়া ওই ব্যক্তির নাম ল্যারি এজওয়ার্থ। কারিগরি রুমে কাজ করতেন তিনি।
এদিকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যান্ড্রু ল্যাক লিখিত বক্তব্যে বলেন, ‘গত কয়েক দিন আমাদের জন্য অকল্পনীয় চ্যালেঞ্জিং ছিল। আমরা জানি, সামনে আরও চ্যালেঞ্জ। এজওয়ার্থের পরিবারকে যতভাবে পারা যায়, আমরা সাহায্য করছি।’
এজওয়ার্থ টানা ২৫ বছর এনবিসি নিউজের অডিও টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন কারিগরি রুমে কাজ করার আগে।