[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।
জামিল আহমেদ সানি বলেন, তিনদিন ধরে জ্বর ও শরীর ব্যথা ছিল মাশরাফির। আর কোনো উপসর্গ ছিল না তার। এ অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ জুন) করোনা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন তিনি। শুক্রবার (২০ জুন) করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন।
সানি বলেন, প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফি বিন মর্তুজার করোনাভাইরাস পজিটিভ এসেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আবার নমুনা দিয়েছেন তিনি। এরপর বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। এখন ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি।
মাশরাফির আগে তাঁর পরিবারের মধ্যে এই ক্রিকেটারের শ্বাশুড়ি এবং স্ত্রীর বোনের মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা এখন ঢাকাস্থ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের থেকে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না এই ক্রিকেটারের।
এদিকে মাশরাফির আগে গতকাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের করোনা পজেটিভ ধরা পড়ে। জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস অবশ্য বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। অবশেষে পরীক্ষা করে গতকাল করোনা পজেটিভ হওয়ার খবর পান নাফিস।


























